ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

ছেলেদের নিয়ে কুমির শিকারে হৃতিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, জুলাই ১, ২০১৫
ছেলেদের নিয়ে কুমির শিকারে হৃতিক

দক্ষিণ আফ্রিকায় কুমির শিকারে ডুবে আছেন হৃতিক রোশন! একা নন, সঙ্গে নিয়েছেন দুই পুত্রসন্তান হৃহান ও হৃধানকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের বেড়ানোর বেশ কিছু ছবি দিয়েছেন তিনি।

এর একটিতে এক ছেলের সঙ্গে নৌকায় দেখা গেছে তাকে। কিন্তু দু’জনই কাঁদছেন! ৪১ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘আসল? নাকি নকল? আমার চেয়ে ওরাই এগিয়ে। কুমার শিকারে নেমেছি। আফ্রিকা দেখতে বিস্ময়কর। ’

দুই পুত্রসন্তানের জন্য হৃতিক বলা যায় পাগল! বাবার ব্যস্ততার কারণে তাদের মন খারাপ হোক, এমনটা কখনও হতে দেন না তিনি। তাই হাজার ব্যস্ততার ব্যস্ততার মধ্যে সময় বের করে দুই ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন বলিউডের এই অভিনেতা। কিছুদিন আগে কালাহারি উপজাতিদের পাশে ছেলেদের দাঁড় করিয়ে ছবি তোলেন তিনি।

দুই বছর আগে সুজান খানের সঙ্গে হৃতিকের এক যুগের দাম্পত্য জীবন ভেঙে গেছে। তাকে সর্বশেষ ‘ব্যাং ব্যাং’ ছবিতে দেখা গেছে। এখন তিনি আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’ ছবির কাজ করছেন। এটি ম‍ুক্তি পাবে ২০১৬ সালের ২২ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।