ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

সানি লিওনির সুগন্ধি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, জুন ২৯, ২০১৫
সানি লিওনির সুগন্ধি সানি লিওন

বলিউডে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও একে একে ব্যবসায়িক কার্যক্রম বাড়াচ্ছেন সানি লিওন। এরই মধ্যে জীবনসঙ্গী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মিলে প্রযোজনা প্রতিষ্ঠান গড়ছেন, এবার নিজের নামে সুগন্ধি বাজারে আনছেন ৩৩ বছর বয়সী এই তারকা।



এরই মধ্যে সুগন্ধি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন সানি। নারীদের জন্যই এটি বাজারে আনছেন তিনি। পাশাপাশি নারী-পুরুষ উভয়ের জন্য ডিওডোরেন্টস ছাড়বেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান এই অভিনেত্রী।

এদিকে সানি এখন দেবাং ধোলাকিয়ার ‘টিনা অ্যান্ড লোলো’, জেসমিন ডি’সুজার ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ও মিলাপ জাভেরির ‘মাস্তিজাদে’র কাজ করছেন। এ ছাড়া তাকে স্বল্প উপস্থিতির চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারের ‘সিং ইজ ব্লিং’ ছবিতে।

বাংলাদেশ সময় : ১৩৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।