ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

বাংলা ছবিতে এলিয়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, জুন ২৯, ২০১৫
বাংলা ছবিতে এলিয়েন টাইগার রবি

ভিনগ্রহের বাসিন্দাদের নিয়ে হলিউডে কাজ হচ্ছে অনেক আগে থেকেই। বলিউডও খানিকটা এগিয়েছে।

বাংলাদেশে স্বপন আহমেদ ‘পরবাসিনী’ শুরু করেছিলেন কল্পকাহিনীর ওপর ভিত্তি করে। এবার এগিয়ে এলেন আহমেদ জিহাদ। তিনি নির্মাণ করবেন ‘জিদু’। বাংলা ছবি হলেও, পুরো বিশ্বই এর কাহিনীর প্রেক্ষাপট।

ইতিমধ্যে প্রস্তুতিও অনেকদূর এগিয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষামূলক দৃশ্যধারণ হবে। ঈদের পর থেকে চলবে চূড়ান্ত দৃশ্যধারণ। ছবিটিতে প্রধান নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন টাইগার রবি।

বাকি অভিনয়শিল্পীদের নাম এখন প্রকাশ করতে রাজি নন পরিচালক জিহাদ। বাংলানিউজকে তিনি বলছেন, ‘প্রায় চল্লিশ শতাংশ নতুন মুখ রাখছি এতে। নিজেদের অর্থ দিয়েই আপাতত কাজ শুরু করছি আমরা। তবে বিশ্বাস আছে, ভালোভাবেই ছবিটি শেষ করতে পারবো। আমি নিজে স্পেশাল ইফেক্ট নিয়ে কাজ করি। সঙ্গে একটা বড় টিমও রয়েছে। গত দেড় বছর ধরে ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। ’



বাংলাদেশ সময় : ১৬৪৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।