ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

আনন্দমেলায় ফেরদৌস ও জয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, জুন ২৯, ২০১৫
আনন্দমেলায় ফেরদৌস ও জয়া জয়া আহসান ও ফেরদৌস

‘গেরিলা’ ছবির জুটি ফেরদৌস ও জয়া আহসান আবার একসঙ্গে কাজ করলেন। বিটিভির ঈদের আনন্দমেলায় দেখা যাবে তাদের।

এতে একটি গানের কোলাজে অংশ নিয়েছেন তারা। এবারই প্রথম কোনো টিভি অনুষ্ঠানে নেচেছেন দু’জনে।

জানা গেছে, ফেরদৌস ও জয়া অভিনীত বিভিন্ন ছবির তিনটি গান নিয়ে একটি মেডলি বানানো হয়েছে। এর ওপর কোরিওগ্রাফি সাজিয়ে মিউজিক ভিডিও তৈরি হয়েছে ‘আনন্দমেলা’র জন্য। এর নির্দেশনা দিয়েছেন কৌশিক হোসেন তাপস। শিল্প নির্দেশনায় ফারজানা মুন্নি।

গত ২৮ জুন বিটিভির ড্রামা অডিটোরিয়ামে ভিডিওটির দৃশ্যায়ন হয়। অনেক বছর পর এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করছেন সাংবাদিক আবেদ খান। সমন্বয় করছেন এম এস রানা। প্রযোজনায় মাহফুজা আক্তার। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাতে।

ফেরদৌস বললেন, ‘জয়া সুঅভিনেত্রী। তার সঙ্গে বেশ কিছু কাজ করেছি। তবে কখনও একসঙ্গে নাচিনি। ’ এ ছাড়া জয়া বলেন, ‘এ অনুষ্ঠানের উপস্থাপক আবেদ খানের অনুরোধেই কাজটি করেছি। আর সহশিল্পী হিসেবে ফেরদৌসের তো তুলনা নেই। কাজের ব্যাপারে তিনি ভীষণ সহযোগিতাপ্রবণ এবং আন্তরিক। পুরো কাজটি আমরা সবাই মিলে তদরকি করে তৈরি করেছি। আশা করছি এবারের ‘আনন্দমেলা’য় এটা নতুন কিছু হবে। ’

বাংলাদেশ সময় : ১৪৩১ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।