ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

যুবরাজের নতুন প্রেমিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, জুন ২৩, ২০১৫
যুবরাজের নতুন প্রেমিকা যুবরাজ সিং ও হ্যাজেল কিচ

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট‍ার য‍ুবরাজ সিং ও বলিউডের উঠতি তারকা হ্যাজেল কিচের সম্পর্কের কথা। বলিউড মহলে এখন সবচাইতে আলোচিত বিষয় এটি।



এখানেই শেষ নয়, একসঙ্গে নানা জায়গায় ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে তাদের। আর এ কারণেই অনেকেই মনে করছেন হ্যাজেলের প্রেমে পড়েছেন যুবরাজ।

তবে এ বিষয়ে য‍ুবরাজ জানান, ‘আমরা শুধুই ভালো বন্ধু এর বেশি আর কিছু না। ’

২০১১ সালে ‘বডিগার্ড’ ছবিতে অভিনয় করেছেন ব্রিটিশ এই মডেল। যেখানে কারিনা কাপুর খানের বান্ধবী ছিলেন তিনি। তারপর ২০১২ সালে ‘ম্যাক্সিমাম’ ছবিতে একটি আইটেম গানে দেখা যায় তাকে। আর ২০১৩ সালে বিগ বস-এর সপ্তম আসরের প্রতিযোগী ছিলেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।