ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

মাধুরীর বিকল্প শহীদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, জুন ২৩, ২০১৫
মাধুরীর বিকল্প শহীদ মাধুরী দীক্ষিত ও শহীদ কাপুর

কালারস টিভি চ্যানেলের নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ঝলক দিখলা জা’র গত তিনটি আসরে বিচারক ছিলেন মাধুরী দীক্ষিত। নতুন মৌসুমে তার বিকল্প হিসেবে নেওয়া হয়েছে শহীদ কাপুরকে।

টিভি চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ নায়েক টুইটারে এ তথ্য জানান।

এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঝলক দিখলা জা’র অষ্টম আসর। এতে ছোট ও বড় পর্দার তারকারা অংশ নেন। সঙ্গী হিসেবে তাদেরকে দেওয়া হয় একজন করে নৃত্য পরিচালক। এখানে শহীদের পাশাপাশি বিচারক থাকবেন নৃত্যপরিচালক রেমো ডি’সুজা ও নির্মাতা করণ জোহর।

এদিকে মাধুরী বলেছেন, ‘অন্য কাজে মন দেওয়ার জন্য ‘ঝলক দিখলা জা’ থেকে বিরতি নিলাম। এর চেয়েও উত্তেজনাপূর্ণ অনুষ্ঠান ছোট পর্দায় শিগগিরই ফিরবো।

বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।