ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

বাঁ-হাতি হয়ে গেছেন আলিয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, জুন ২৩, ২০১৫
বাঁ-হাতি হয়ে গেছেন আলিয়া! আলিয়া ভাট

তামিলনাড়ুর কুন্নুড়ে ‘কাপুর অ্যান্ড সানস’ ছবির কাজ করছিলেন আলিয়া ভাট। আচমকা ডান কাঁধে চোট পেয়ে কাবু হয়ে গেছেন তিনি।

তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে যেতে হয়েছে তাকে। এজন্য এখন বিশ্রামে আছেন বলিউডের এই অভিনেত্রী। তবে আঘাত গুরুতর নয়।

জানা গেছে, দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন আলিয়া। চোট পাওয়ায় আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসও উদযাপন করতে পারেননি। আপাতত বাঁ-হাত দিয়েই দরকারি কাজগুলো করছেন তিনি। সেজন্য টুইটারে রসিকতার সুরে ২২ বছর বয়সী এই তারকা বলেন, ‘বাঁ-হাতি হওয়ার সময় হয়েছে!’

শাকুন বাত্রা পরিচালিত ‘কাপুর অ্যান্ড সানস’-এ আলিয়ার সহশিল্পী ফাওয়াদ খান। তার হাতে আরও আছে বিকাশ বলের ‘শানদার’। এটি প্রযোজনা করছেন করণ জোহর। এ ছবিতে তার নায়ক শহীদ কাপুর।

এদিকে টুইটারে আলিয়ার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখের ঘর। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’ ও ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’খ্যাত এই তারকার সহশিল্পীরা অবশ্য তার চেয়ে ভক্তসংখ্যার দিক দিয়ে অনেক পিছিয়ে। বরুণ ধাওয়ানের ১ লাখ ৫৮ হাজার, সিদ্ধার্থ মালহোত্রার ১ লাখ ৯৭ হাজার এবং অর্জুন কাপুরের অনুসরণকারীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।