ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

এক ছবিতে বুড়ো বন্ড তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, জুন ২২, ২০১৫
এক ছবিতে বুড়ো বন্ড তারকারা

হলিউডের ‘এক্সপেন্ডেবলস’ সিরিজের ছবিগুলোতে কাজ করেছেন একসময়ের প্রায় সব অ্যাকশন তারকা। একই ঢঙের আরেকটি সিরিজ তৈরির পরিকল্পনা চলছে।

এতে এক ফ্রেমে হাজির হবেন জেমস বন্ড চরিত্রে অভিনয় করা প্রবীণ তারকারা। স্যার রজার মুর সে আভাসই দিলেন।

জেমস বন্ড সিরিজের ছবিতে ৮৭ বছর বয়সী রজারের পাশাপাশি একসময় অভিনয় করেছেন জর্জ ল্যাজেনবি, টিমোথি ডালটন ও পিয়ার্স ব্রসনান। তবে প্রথম কয়েকটি বন্ড ছবির তারকা শন কনারির এ নিয়ে কোনো আগ্রহ নেই।

১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত মোট সাতটি ছবিতে জেমস বন্ডের ভূমিকায় দেখা গেছে রজার মুরকে। অবশ্য নতুন সিরিজটিতে কাজ করতে হলে তার মতো দেখতে অন্তত দশজন স্টান্ট রাখতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় : ১৯২১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।