ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

ধনকুবেরের প্রেমে ভাসছেন মারায়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, জুন ২২, ২০১৫
ধনকুবেরের প্রেমে ভাসছেন মারায়া মারায়া ক্যারি

আবার প্রেমের সাম্পানে ভাসলেন মারায়া ক্যারি। অস্ট্রেলিয়ান ধনকুবের জেমস প্যাকারের সঙ্গে তার মন দেওযা-নেওয়া চলছে।

গত ১৯ জুন ইতালির ক্যাপরির ফুটপাতে নতুন প্রেমিকার হাত ধরে পথ চলতে দেখা গেছে ৪৫ বছর বয়সী এই মার্কিন গায়িকাকে।

নতুন প্রেমিকের সঙ্গে বেশ প্রাণবন্ত আর হাস্যোজ্জ্বল দেখিয়েছে মারায়াকে। এদিন তিনি পরেছিলেন কমলা রঙা টপস। চোখে ছিলো রোদচশমা। পায়ে কালো রঙা স্যান্ডেল। তার চেয়ে দুই বছরের বড় প্যাকার। তাদের মধ্যে পরিচয় করিয়ে দিয়েছেন মারায়ার বন্ধু হলিউড পরিচালক ব্রেট র‌্যাটনার। প্যাকারের সঙ্গে মিলে র‌্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট চালান ব্রেট। মজার বিষয় হলো, গত মার্চে ব্রেটের সঙ্গেই মারায়ার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিলো।

কিছুদিন আগে দ্বিতীয় স্বামী নিক ক্যাননের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় মারায়ার। তাদের সংসারের ফসল হয়ে আসে যমজ সন্তান মনরো ও মরোকান। তারা এখন মায়ের সঙ্গেই থাকে। জানা গেছে, প্যাকারের বিলাসবহুল প্রমোদতরীতে সন্তানদের নিয়ে ভেসে বেড়াচ্ছেন মারায়া। এতে চড়েই সামনে কান শহর ও সেন্ট ত্রপেজে ঘুরতে যাবেন তারা।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।