বইটির নাম ‘তানভীর মোকাম্মেলের প্রবন্ধ’। নাম দেখেই বোঝা যাচ্ছে এটি প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেলের লেখা প্রবন্ধ সংকলন।

প্রবন্ধ সংকলনে তানভীর মোকাম্মেলের ‘বাঙালি মুসলমান মধ্যবিত্তের চেতনার বিকাশ প্রসঙ্গে’, ‘বিশ্বায়নের যুগে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা’, ‘লালন ফকিরের ওপর সুফীবাদের প্রভাব’, ‘শেক্সপিয়র ও ওঁর নাটকের মোঠো দর্শক’, ‘মিথলজি, চিত্রাঙ্গদা-কমপ্লেক্স ও আমাদের সাহিত্যে নারী’, ‘তারাশঙ্কর, গান্ধীবাদ ও বীরভ‚মের লাল মাটি’- এমন দশটি প্রবন্ধ রয়েছে।
বাংলাদেশ সময় : ১১৩১ ঘণ্টা, জুন ২০, ২০১৫
জেএইচ