ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

ওপারে তানভীর মোকাম্মেলের প্রবন্ধ সংকলন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, জুন ২০, ২০১৫
ওপারে তানভীর মোকাম্মেলের প্রবন্ধ সংকলন তানভীর মোকাম্মেল

বইটির নাম ‘তানভীর মোকাম্মেলের প্রবন্ধ’। নাম দেখেই বোঝা যাচ্ছে এটি প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেলের লেখা প্রবন্ধ সংকলন।

তবে এপারে নয়, গ্রন্থটি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের আদম প্রকাশনী সংস্থা।

গত ১২ জুন কলকাতার কলেজ স্কোয়ারের থিওজফিকাল সোসাইটির মিলনায়তনে গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঔপন্যাসিক দেবেশ রায়, লেখক অরুণ সেন, সঞ্জয় মুখোপাধ্যায় ও বাংলা-সাহিত্যানুরাগী অস্ট্রেলিয়ার জন হুড। ছিলেন তানভীর মোকাম্মেলও।

প্রবন্ধ সংকলনে তানভীর মোকাম্মেলের ‘বাঙালি মুসলমান মধ্যবিত্তের চেতনার বিকাশ প্রসঙ্গে’, ‘বিশ্বায়নের যুগে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা’, ‘লালন ফকিরের ওপর সুফীবাদের প্রভাব’, ‘শেক্সপিয়র ও ওঁর নাটকের মোঠো দর্শক’, ‘মিথলজি, চিত্রাঙ্গদা-কমপ্লেক্স ও আমাদের সাহিত্যে নারী’, ‘তারাশঙ্কর, গান্ধীবাদ ও বীরভ‚মের লাল মাটি’- এমন দশটি প্রবন্ধ রয়েছে।

বাংলাদেশ সময় : ১১৩১ ঘণ্টা, জুন ২০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।