ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

বিজ্ঞাপনচিত্রে সেই দীপু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, জুন ১৪, ২০১৫
বিজ্ঞাপনচিত্রে সেই দীপু

‘দীপু নাম্বার টু’ ছবির দীপু চরিত্রের অভিনেতা অরুণ সাহা বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। শরাফ আহমেদ জীবনের নির্দেশনায় ওকাপিয়া নামের একটি মোবাইলের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।

সম্প্রতি এর চিত্রায়ন হয়েছে।

বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে অরুণ বললেন, ‘পড়াশোনার কারণে ‘দীপু নাম্বার টু’র পর আর নিয়মিত অভিনয় করা হয়নি। অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি খুশি। ’

মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ অবলম্বনে মোরশেদুল ইসলামের পরিচালনায় ছবিটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী দীপুর জীবনের চাওয়া-পাওয়া, হাসি-কান্না, সুখ-দুঃখ তুলে ধরা হয়। ২০ বছর আগে সেই কিশোরের চরিত্রে অভিনয় করেন অরুণ।  

বাংলাদেশ সময় : ২১৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।