ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

রিচি-শশীর ‘আবর্তন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, মে ৩১, ২০১৫
রিচি-শশীর ‘আবর্তন’ ‘আবর্তন’ নাটকে (বাঁ থেকে) শশী ও রিচি

অভিনেত্রী রিচি সোলায়মান ও শারমিন জোহা শশী এবার একসঙ্গে একটি খন্ড নাটকে অভিনয় করলেন। নাম ‘আবর্তন’।

একটি বিদেশী গল্পের ছায়া অবলম্বনে এ নাটকটির চিত্রনাট্য এবং নির্দেশনা দিয়েছেন মোরশেদ হিমাদ্রী হিমু।

গত ২৯ মে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।

নাটকটি নিয়ে রিচি সোলায়মান বাংলানিউজকে বলেন, ‘এখানে ‍আমাদের দুজনকে সতীনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এটি গতানুগতিক গল্পের নাটক নয়। আর শশীতো আমার এলাকারই ছোট বোন। তার সঙ্গে কাজ করে বেশ ভালো লাগলো। আশা করছি, দর্শকরা এটি পছন্দ করবেন। ’

উল্লেখ্য ‘আবর্তন’ নাটকে রিচি ও শশীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন হিন্দোল রায়। আসছে ঈদে যে কোনো চ্যানেলে প্রচার হবে এ নাটকটি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।