ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

শর্ত সাপেক্ষে প্রত্যাহার হতে যাচ্ছে উত্তরায় শুটিং নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, জুলাই ২৬, ২০২৫
শর্ত সাপেক্ষে প্রত্যাহার হতে যাচ্ছে উত্তরায় শুটিং নিষেধাজ্ঞা

সম্প্রতি নাটক ও সিনেমার শুটিংয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছিল উত্তরা কল্যাণ সমিতি সেক্টর- ৪। বাসিন্দাদের দুর্ভোগের কথা তুলে ধরে ২০ জুলাই হাউস মালিকদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানায় সমিতি।

তবে নির্মাতা ও শিল্পীদের প্রতিবাদ ও ডিরেক্টরস গিল্ডের আনুষ্ঠানিক আপত্তির পর অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে কিছু নতুন কয়েকটি শর্ত আরোপ করা হবে বলে জানা যায়।  

গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ ও শুটিং হাউস মালিকদের সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তা।

উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেন, কল্যাণ সমিতি এই এলাকার সবার কল্যাণে নিয়োজিত আছে। কারও ক্ষতি হয়, এ রকম কিছু কল্যাণ সমিতি করবে না। তবে সবাইকে একটা নিয়মের মধ্যে থেকে কাজ করলে সুবিধা হয়। এলাকাও সুরক্ষিত থাকে। এ জন্যই আজ আমরা একসঙ্গে বসব। আশা করছি, সুন্দর সমাধান হবে।

শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা ও ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক খলিলুর রহমান বলেন, আমরা বসে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের উদ্যোগ নিয়েছি। আবাসিক এলাকায় কাজ করতে গেলে স্বাভাবিকভাবেই কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সেদিকেও আমাদের সবার দৃষ্টি থাকবে।

উল্লেখ্য, উত্তরা সেক্টর ৪ এলাকায় তিনটি শুটিং হাউস রয়েছে। এগুলো লাবণী ৪, লাবণী ৫ ও আপন ঘর ২। এ ছাড়া একটি বেসরকারি টেলিভিশনের শুটিং হাউস থাকলেও সেটির কার্যক্রম নিয়মিত নয়।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।