ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

কাঁদছেন চম্পা !

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, মে ২৩, ২০১৫
কাঁদছেন চম্পা ! ‘রাক্ষুসী’ নাটকের দৃশ্যে সাবিহা জামান ও চম্প‍া

অবলা নারীর মতো দুচোখে জল। কি হয়েছে তার।

নাম তার বিন্দি। বলছি চিত্রনায়িকা চম্পার কথা। কেনো তার দুচোখে জল। খোঁজ নিয়ে জানা গেল, এটা সাজ্জাদ সুমন পরিচালিত ‘রাক্ষুসী’ নাটকের একটি দৃশ্য।  

 

আসছে নজরুল জয়ন্তীতে এ নাটকটি প্রচার হবে। এর নাট্যরুপ করেছেন মহিউদ্দিন আহমেদ। নাটকটিতে আরো বিভিন্ন চরিত্রে ‍অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রসূন আজাদ ও সাবিহা জামান।  

নাটকের গল্পে দেখা যাবে, অবলা এক নারী বিন্দি। সে নিজেই নিজের স্বামী হন্তারক হয়ে ওঠার গল্প বলবেন। স্বামী-সন্তান নিয়ে তার সুখের সংসার ছিলো। তার স্বামী ভোলানাথ ছিলো কর্মঠ কৃষক। কিন্তু তার দোষ ছিল কি? এটা জানতে চোখ রাখতে হবে ছোটপর্দায়।

 

নাটকটি নিয়ে পরিচালক সাজ্জাদ সুমন বাংলানিউজকে বলেন, ‘বিন্দি চরিত্রে বেশ ভালো অভিনয় করেছেন চম্পা আপা। আশা করি, কাজটি দর্শকরা পছন্দ করবেন। ’

 

২৫ মে আরটিভিতে ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ‘রাক্ষুসী’।  

 

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ২৩ মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।