ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

নির্মাতা বান্নাহর বিবাহোত্তর সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, মে ২২, ২০১৫
নির্মাতা বান্নাহর বিবাহোত্তর সংবর্ধনা সানিয়া আফরিন ও মাবরুর রশীদ বান্নাহ

তরুণ নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ দীর্ঘদিন ধরেই প্রেম করছিলেন সানিয়া আফরিনের সঙ্গে। গত বছরের ১৬ মার্চ তারা পারিবারিক সম্মতিতে ভালোবেসে বিয়ে করেন।

বিয়ের এক বছর পেরিয়ে গেলেও এত দিন আটকে ছিল তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

অবশেষে ২২ মে সন্ধ্যায় রাজধানীর শাহীনবাগের ফ্যালকন মিলনায়তনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দুজনের পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ছাড়াও উপস্থিত ছিল মিডিয়ার বিভিন্ন অঙ্গনের শিল্পীরা। বান্নাহ তার আগত নতুন জীবনের শুভ কামনা চেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালে ‘ফ্ল্যাশব্যাক’ নাটকের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন বান্নাহ। তার নির্মিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘ফায়ার ফ্লাই’, ‘এলিয়েন ও রুম্পার গল্প’, ‘এক্লিপস’, ‘ওল্ড ডায়েরী’ , ‘রূপবানের গল্প’, ‘দ্যা ফরচুন’ ,‘মাস্তি’, ‘ফ্রে-শীপ।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ২২ মে, ২০১৫
এমকে/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।