ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

এপার-ওপারের শিল্পীদের আড্ডা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, ফেব্রুয়ারি ২১, ২০১৫
এপার-ওপারের শিল্পীদের আড্ডা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওপার বাংলার জনপ্রিয় দুই অভিনেতা প্রসেনজিৎ ও দেব ঢাকা ঘুরছেন। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে তারা আড্ডা দিলেন এপারের জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে।



২১ ফেব্রুয়ারি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে আড্ডা দেন মমতা, প্রসেনজিৎ ও দেব।

এ সময় ছিলেন অভিনেতা নিরব, জায়েদ খান, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, শাহীন কবির টুটুল। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার সৌজন্য সাক্ষাতের সময় সংস্কতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের পাশাপাশি ছিলেন এপারের ফেরদৌস, মৌসুমী, তারানা হালিম এবং ওপারের দেব।

বাংলাদেশ সময় : ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।