ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

বিনোদন

সন্তানকে নিয়ে অন্যের কাছে অভিযোগ করবেন না: অনুরোধ প্রভার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, আগস্ট ১৩, ২০২৫
সন্তানকে নিয়ে অন্যের কাছে অভিযোগ করবেন না: অনুরোধ প্রভার

‘নিজের সন্তানকে নিয়ে কখনও অন্যের কাছে অভিযোগ বা সমালোচনা করবেন না। এমনকি আপনার আপন ভাই-বোন, বাবা-মা, বা ঘনিষ্ঠ কারও সঙ্গেও না।

’ বাবা-মায়েদের প্রতি এমন অনুরোধ করলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

বুধবার (১৩ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। সেখানে প্রভা আরও বলেছেন, একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে, যখন সে জানতে পারে- তার বাবা-মা অন্যের কাছে তার সমালোচনা করে, নেগেটিভ কথা বলে, তাকে নিয়ে হতাশা প্রকাশ করে!

অনেক বাবা-মা সন্তানের ব্যর্থতায় হতাশ হয়ে যান, সেইসব অভিভাবকদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, আজ যার কাছে আপনি সন্তানের ব্যর্থতা নিয়ে দুঃখ করছেন, হতাশা ঝাড়ছেন- সেই মানুষটিও হয়তো তার নিজের সন্তান নিয়ে আরও বেশি হতাশ! তিনি হয়তো আপনাকে তার সন্তান সম্পর্কে কখনও কিছু বলেন না, কারণ তিনি এতটা বোকা নন তার সন্তানকে আপনার সামনে ছোট করবে, তিনি জানেন নিজের সন্তানকে অন্যের সামনে ছোট করা এক ধরনের নির্মমতা।

যোগ করে প্রভা বলেন, মনে রাখবেন- সন্তান আর বাবা-মায়ের সম্পর্কটা কখনও স্বার্থের নয়। প্রত্যেকটা সন্তানই আলাদা, ভিন্ন চিন্তা-ভাবনার, ভিন্ন স্বপ্নের মানুষ।

বাবা-মায়েদের কাছে প্রশ্ন রেখে অভিনেত্রী বলেন, আপনার চিন্তার সঙ্গে মিল না হলেই কি তাকে খারাপ বলা যায়? একটা সুস্থ মন-মানসিকতার সন্তান কখনও চায় না তার বাবা-মা অন্যের সামনে ছোট হোক, তেমনি একজন সুস্থ মানসিকতার বাবা-মা কখনও তাদের সন্তানকে অন্যের সামনে হেয় করেন না।  

ভালোবাসেও সন্তানদের শুধরে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে ছোট পর্দার এই অভিনেত্রী বলেন, শুধরে দেওয়ার অনেক পথ আছে, তবে সেই পথ যেন ভালোবাসা আর সম্মানের হয়। তাকে গড়ুন, ভাঙবেন না। পাশে থাকুন, প্রকাশ্যে নয় ভেতরে ভেতরে শক্তি দিন। সন্তান আপনার আয়না নয়, সে আপনার উত্তরসূরি- তাকে ভালোবাসুন, বুঝুন এবং সবচেয়ে বড় কথা তাকে সম্মান দিন।

বলে রাখা যায়, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেছিলেন প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বর্তমানে এই অভিনেত্রী স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।