ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

বিনোদন

রুম্মানের পডকাস্টে খোলামেলা কথা বলবেন মেহজাবীন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, জুলাই ৩১, ২০২৫
রুম্মানের পডকাস্টে খোলামেলা কথা বলবেন মেহজাবীন রুম্মান রশীদ খান-মেহজাবীন চৌধুরী

সারা বিশ্বেই পডকাস্ট শো ভীষণ জনপ্রিয়। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে পডকাস্ট শো’য়ের মাধ্যমে দর্শক-শ্রোতারা অতিথিদের জীবনের গল্প বিষদভাবে জেনে নিতে পারছেন।

দর্শক-শ্রোতাদের এই আগ্রহের কথা বিবেচনায় রেখে এবার শুরু হতে যাচ্ছে নতুন পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’।

আসছে ২ আগস্ট থেকে প্রতি শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে এই শো। ১ম পর্বে অতিথি হিসেবে থাকছেন এ সময়ের সবচাইতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম মেহজাবীন চৌধুরী।

প্রায় ১২০ মিনিটের এই আনকাট পডকাস্ট শো’তে মেহজাবীন চৌধুরী এমন অনেক কথা বলেছেন, যা তিনি আগে কখনো কোনো শো তে বলেননি বা এতটা খোলামেলাভাবে বলেননি।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র সঞ্চালক রুম্মান রশীদ খান প্রায় দুই যুগ ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন। মেরিল প্রথম আলো পুরস্কারের সঙ্গে যুক্ত আছেন বিগত ২২ বছর ধরে। এর মধ্যে বিগত ১৭ বছর ধরে বিরতিহীনভাবে এই পুরস্কারের রেড কার্পেট সঞ্চালনা করছেন। পুরস্কার অনুষ্ঠানটির গ্রন্থনাও করেছেন তিনি।

মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক (ইন-চার্জ, ক্রিয়েটিভ) এর দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এক যুগ ধরে সকাল বেলার নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’ উপস্থাপনা করছেন।

ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টের ১ম আসরের গ্রন্থনা ও সঞ্চালনা করেছেন তিনি। জগজিৎ সিং, ঋতুপর্ণ ঘোষ, শাহরুখ খান, রানী মুখার্জি, অর্জুন রামপাল, সালমান খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শার্মা, অক্ষয় কুমার, প্রীতম চক্রবর্তী, আদনান সামী, মনীষা কৈরালা, অভিজিৎ সাওয়ান্ত, রাহুল বৈদ্য, প্রযুক্তা শুক্রেসহ দেশের বাইরের বেশ ক’জন তারকার সাক্ষাতকার নেওয়ারও অনন্য অভিজ্ঞতা রয়েছে তার।

২০০৯ সাল থেকে ১০৯টি নাটক এবং ৩টি চলচ্চিত্র লিখেছেন তিনি। যার মধ্যে ১ম সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছিল ২০১৩ সালের সবচাইতে ব্যবসাসফল সিনেমা এবং শেষ সিনেমা ‘বিশ্বসুন্দরী’ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। চলচ্চিত্র সমালোচক হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন রুম্মান রশীদ খান। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।