ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

ছোটবেলা থেকেই খেলাধুলা করে এসেছি: মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, মে ১০, ২০২৫
ছোটবেলা থেকেই খেলাধুলা করে এসেছি: মৌসুমী হামিদ

নিজেদের মধ্যে বিবাধে জড়িয়ে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। ২০২৩ সালে মাঠে গড়ানো এই আসরের দুই বছর পর ফের মাঠে গড়িয়েছে আসরটি।

তবে এবার বদলে গিয়েছে আসরের নাম ও ফরম্যাট। চারটি দলের অংশগ্রহণে গেল ৫ মে থেকে শুরু হয়েছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি।

এর আগেরবার ইনডোরে খেলা হলেও এবার খেলা হবে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। ৬ ওভারের পরিবর্তে পুরো টি-২০ ফরম্যাটের নিয়মে ফ্লাডলাইটের আলোয় খেলা চলছে।  

যেখানে লাইট, ক্যামেরা ছেড়ে আবারও ২২ গজের মাঠে নেমেছেন শোবিজ তারকারা। সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে এবার খেলছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। খেলা চলাকালীন অভিনেত্রী মুখোমুখি হন গণমাধ্যমের।

অভিনেত্রী বলেন, খেলাধুলার অভ্যাস ছোটবেলা থেকেই আছে। স্কুলে কলেজে খেলেছি। আমার আব্বু ন্যাশনাল টিমে ভলিবল খেলেছে। বাংলাদেশ আর্মির হয়ে ভলিবল খেলেছে। সো খেলাধুলাটা আসলে ফ্যামিলে থেকেই পেয়েছি।

মৌসুমী হামিদ আরও বলেন, ছোটবেলা থেকে মফস্বলে বড় হয়েছি, খেলাধুলা করেই বড় হয়েছি। স্পোর্টস এটা আসলে ফ্যামিলগত ভাবেই পেয়েছি আমরা।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।