ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

বিনোদন

বর্ষবরণের দিনে বাচসাস’র কার্যালয় উদ্বোধন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
বর্ষবরণের দিনে বাচসাস’র কার্যালয় উদ্বোধন 

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর কার্যালয় ঢাকার মগবাজারে উদ্বোধন করা হয়েছে। গেল ১ বৈশাখ, ১৪ এপ্রিল বর্তমান কার্যনির্বাহী কমিটি বাচসাস-এর সিনিয়র সদস্য ও সংস্কৃতি অঙ্গনের তারকা ও কলাকুশলীদের নিয়ে কার্যালয় উদ্বোধন করে।

উদ্বোধন করেন বাচসাস-এর সাবেক সভাপতি আব্দুর রহমান। প্রথমবারের মতো বাচসাস-এর স্বতন্ত্র কার্যালয় উদ্বোধনের পাশাপাশি বাংলা নববর্ষও উদযাপন করা হয়।

কার্যালয় উদ্বোধন ও নববর্ষ উদযাপন উপলক্ষে  দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে বাচসাস-এর প্রবীণ ও নবীন সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সংস্কৃতি অঙ্গনের তারাকা, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা অভিনন্দন জানাতে আসেন। বাচসাস  কার্যালয় এক মিলনমেলায় পরিণত হয়।  

আড্ডা, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় বর্ণিল এই আয়োজনে প্রাণের সঞ্চার করে।

বাচসাস-এর কার্যালয় নেওয়া নিয়ে সদস্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদের দীর্ঘ দিনের স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। এ স্বপ্ন পূরণ করার জন্য তারা বাচসাস-এর বর্তমান কমিটির ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য সাজু আহমেদ, হাফিজ রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।