ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

সংসদ ভোট: ২০ অক্টোবর বিভিন্ন বাহিনীর সঙ্গে সভা করবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, অক্টোবর ১৪, ২০২৫
সংসদ ভোট: ২০ অক্টোবর বিভিন্ন বাহিনীর সঙ্গে সভা করবে ইসি নির্বাচন ভবন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামী ২০ অক্টোবর সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, আগামী ‎২০ অক্টোবর সেনা, নৌ, বিমানসহ অন্যান্য বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হবে।

নতুন দল নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ের তথ্য নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে এর সমাধান করা যাবে। কমিশন ও মাঠ, দুই পর্যায়েই তথ্য নেওয়া হচ্ছে।  

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে সব সরঞ্জাম কেনাকাটা প্রায় শেষ হয়েছে। অন্যান্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

১১টি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালু আছে এখন। আরো ৮টি দেশে শুরু হবে, প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

আখতার আহমেদ বলেন, কমিশন মনে করে শাপলা প্রতীক বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করার দরকার নেই। শাপলার বিষয়ে ইসির সিদ্ধান্ত একই। ১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। নয়তো ইসি স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই।  

তিনি আরও বলেন, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সেই অনুযায়ী কাজ করবে ইসি।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধন দেওয়ার আগে আরো যাচাই-বাছাই করা হচ্ছে। পত্রিকার নিউজ আমলে নেওয়া হচ্ছে।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।