ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, আগস্ট ৩১, ২০২৫
‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস নির্বাচন কমিশন

ঢাকা: ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কর্মকর্তাদের দাবি বাস্তবায়নে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন উপজেলা, থানা, সমমান অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান।

বিকেলে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, আমাদের দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছি। যেহেতু নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুষ্পষ্ট ও অগ্রাধিকারভুক্ত সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদন রয়েছে, এবং বিষয়টি নির্বাচন কমিশনের মর্যাদার সঙ্গে জড়িত-সেহেতু প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সকল স্তরের কর্মকর্তা মনে করেন বিষয়টি বাস্তবায়িত হবে।

এর আগে শনিবার (৩০ আগস্ট) নির্বাচন ভবনে সাধারণ সভা করে অ্যাসোসিয়েশন। সভা শেষে অ্যাসোসিয়েশন থেকে ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়।

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।