ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংস্থাটির আট সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠক করে।
জানা গেছে, বৈঠকে সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে। এতে সন্তুষ্টি প্রকাশ করে তারা আগামী নির্বাচনে ১০ জন পর্যবেক্ষক পাঠানোর কথা জানায়।
বৈঠকে আইআরআই-এর বোর্ড সদস্য ক্রিস্টোফার জে. ফুসনার, ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো ও পরিচালক লিসা কার্টিস, গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়ার কারিগরি বিশেষজ্ঞ (আইআরআই) জেসিকা কিগান, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর (আইআরআই) স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর (এনডিআই) জেমি স্পাইকারম্যান, রাজনৈতিক দল ও প্রচারাভিযান পরামর্শক (আইআরআই) জন ফ্লুহার্টি, পরামর্শক (আইআরআই) ড্যারিন বিয়েলেকি এবং প্রোগ্রাম পরামর্শক (আইআরআই) অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।
প্রাক-নির্বাচনী পরিস্থিতি মূল্যায়নের জন্য আইআরআই-এর উচ্চপর্যায়ের আন্তর্জাতিক মিশন রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবে। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন সংস্কার বিষয়ে ইতোমধ্যে মতবিনিময় করেছে।
ইইউডি/এমজেএফ