ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

২০০৭ সালের ভোটারদের ফরম সার্ভারে যোগ করার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, জুলাই ২৪, ২০২৫
২০০৭ সালের ভোটারদের ফরম সার্ভারে যোগ করার নির্দেশ ইসি

ঢাকা: ২০০৭ সালের সকল ভোটের আবেদন ফরম সার্ভারে অন্তর্ভুক্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত মাসি সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনাটি দিয়েছে ইসি সচব আখতার আহমেদ।

ইসির এনআইডি পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ২০০৭ সালের ভোটারদের মধ্যে এ পর্যন্ত দুই কোটি ৩৮ লাখ নাগরিকের ২ নম্বর ফরম (ফরম-২) স্ক্যান করা হয়েছে। অবশিষ্ট ফরমগুলোও দ্রুততার সঙ্গে স্ক্যান সম্পন্ন করা এবং সার্ভারে আপলোড দেওয়া প্রয়োজন।

ইসি সচিব তার নির্দেশনায় দ্রুত সিস্টেম ম্যানেজারকে ২ ফরম আপলোড করার ব্যবস্থা নিতে বলেছেন।

ভোটার হওয়ার বা এনআইডি পাওয়ার জন্য নাগরিকরা যে ফরম পূরণ করেন সেটাকেই ২ নম্বর ফরম বলা হয়। এই ফরমটির ভিত্তিতে এনআইডি সংশোধন আবেদন সম্পন্ন করা হয়। আর অনেকের ফরমটি সার্ভারে না থাকায় তদন্তের সময় জটিলতায় পড়তে হয় মাঠ কর্মকর্তাদের।

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।