ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

শিক্ষা

নিজ বাড়ি থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, অক্টোবর ৮, ২০২২
নিজ বাড়ি থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আসাদুজ্জামান নূর শিহাব -ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): নিজ বাড়ি থেকে আসাদুজ্জামান নূর শিহাব নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

শিহাব রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

চাচাতো ভাই মো. মামুন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে শিহাব নিজ কক্ষে ঘুমাতে যায়। তার মৃত্যু ঠিক কখন হয়েছে এ বিষয়ে কেউ বলতে পারে না। শনিবার সকালে অনেক ডাকাডাকি করলেও সে ঘুম থেকে ওঠেনি। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, শিহাবের মৃত্যুর বিষয়ে জানি না। তার পরিবার থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এটি অপমৃত্যু কিনা সে বিষয়ে আমরা খোঁজ নেব।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।