ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন: মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৩, আগস্ট ২০, ২০২৫
ডাকসু নির্বাচন: মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ  ফাইল ফটো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন।

 

এর আগে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়। ১৮ আগস্ট শেষদিন থাকলেও তা বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়।  

শেষদিনে প্যানেল ঘোষণা করবে একাধিক দল। এসব প্যানেলে একাধিক চমক থাকতে পারে।  

সবার আগে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের সমর্থিত প্যানেলে জুলাইয়ে আহত শিক্ষার্থী থেকে দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের স্থান দেওয়া হয়েছে। ইতোমধ্যে বাম সংগঠনগুলো সমর্থিত প্রতিরোধ পর্ষদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া, ছাত্র অধিকার পরিষদ সমর্থিত একাধিক পদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের শীর্ষ দুই পদের প্রার্থী চূড়ান্ত হয়েছে।  

এখনো চূড়ান্ত হয়নি ছাত্রদলের প্যানেল। শেষদিনে দলটি নিজেদের প্রার্থী ঘোষণা করবে। এছাড়া উমামা নেতৃত্বাধীন প্যানেল, আব্দুল কাদের-বাকের নেতৃত্বাধীন প্যানেল, জামালুদ্দিন খালিদ ও মাহিন সরকার নেতৃত্বাধীন প্যানেল, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল শেষদিনে ঘোষণা করা হবে।  

এসব প্যানেলের বাইরেও বিপুল শিক্ষার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। এরমধ্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারসহ একাধিক প্রার্থী রয়েছেন।  

এবছর ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়নপত্র কিনেছেন। অন্যদিকে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র।

হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ১১২টি এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ৩৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭৩টি, জগন্নাথ হলে ৭৪টি, ফজলুল হক মুসলিম হলে ৮৬টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১০০টি, রোকেয়া হলে ৫৩টি, সূর্যসেন হলে ৯৫টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮০টি, শামসুন নাহার হলে ৪২টি, কবি জসীম উদদীন হলে ১০৬টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৯৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৭৯টি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৯টি, অমর একুশে হলে ৯১টি, কবি সুফিয়া কামাল হলে ৮৮টি, বিজয় একাত্তর হলে ৯৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৮২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে একজন প্রার্থী কেবল একটি পদেই নির্বাচন করতে পারবেন। সেক্ষেত্রে একটি পদ রেখে বাকিগুলোতে মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে। প্রত্যাহার না করলে সব মনোনয়নপত্রই বাতিল বলে গণ্য হবে।

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।