ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে পদযাত্রা সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, অক্টোবর ১০, ২০২৫
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে পদযাত্রা সোমবার ৭ কলেজ

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

আগামী সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিক্ষা ভবন অভিমুখে এ শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’–এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫’–এর খসড়াকে কেন্দ্র করে ইতোমধ্যেই নানা তর্ক-বিতর্ক হয়েছে। তবে শিক্ষার্থীদের একমাত্র দাবি এখন দ্রুত এই অধ্যাদেশ জারি করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া নিয়ে সকল অংশীজনের মতামত নিয়েছেন। সূত্রে জানা গেছে, এসব মতামতের ভিত্তিতেই মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে। কিন্তু অতীতে আমরা দেখেছি, ‘দ্রুত সিদ্ধান্ত’-এর আশ্বাস দিয়ে দীর্ঘ কালক্ষেপণ করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় যে মডেলেই গঠিত হোক না কেন, এখন প্রয়োজন দ্রুততম সময়ে অধ্যাদেশ জারি করা। এর দিনক্ষণ না জানানো হলে শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরবে’। তাই ১৩ অক্টোবর শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানাবে সাত কলেজের ছাত্রছাত্রীরা।

সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন।

এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।