ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

আয়োজকদের একজন ফ্যাসিবাদে সম্পৃক্ত থাকায় ‘শরৎ উৎসব’ স্থগিত: চারুকলা ডিন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, অক্টোবর ১০, ২০২৫
আয়োজকদের একজন ফ্যাসিবাদে সম্পৃক্ত থাকায় ‘শরৎ উৎসব’ স্থগিত: চারুকলা ডিন চারুকলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত শরৎ উৎসব স্থগিত করা হয়েছে। আয়োজকদের একজন ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।

শুক্রবার (১০ অক্টোবর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর ধরে চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলা ১৪৩২ সালের শরৎ উৎসব আয়োজনের জন্য ১০ অক্টোবর বকুলতলা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন জানায় সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে থাকে। তাই বরাবরের মতো এবারও অনুষদ কর্তৃপক্ষ আবেদনটি অনুমোদন করে।

তবে ৯ অক্টোবর ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পী সমাজ আয়োজকদের একজনের ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানিয়ে চারুকলা অনুষদের কাছে আবেদন করে।

এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১১ অক্টোবর (শনিবার) অনুষদের শিক্ষক ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসে সংশ্লিষ্ট ব্যক্তির ফ্যাসিবাদের সম্পৃক্ততা ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে পরবর্তী সময়ে উৎসবটি আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এফএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।