ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক নেতা নির্বাচন করছেন। দলটি সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী পরিষদের’ বাইরেও স্বতন্ত্রভাবে একাধিক নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন।
দলটির একাধিক নেতা জানিয়েছেন, দল থেকে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তারা স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা জানিয়েছেন, ‘কৌশলগত কারণে’ দলের একাধিক নেতা আলাদা নির্বাচন করছেন।
বুধবার (২০ আগস্ট) গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মোদ্দাসীর চৌধুরী সহকারী সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন। একইপদে দলটির আরেক নেত্রী সানজানা আফিফা অদিতি নির্বাচনের জন্য স্বতন্ত্রভাবে মনোনয়ন নিয়েছে। অন্যদিকে এই পদে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তাহমিদ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলে এজিএস প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি এই পদ পাননি।
তাহমিদ-আশরেফা-অদিতিই নয়, গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক নেতা দলের প্যানেলের বাইরে গিয়ে নির্বাচন করছেন। অনেকেই নির্বাচনের পূর্বে দল থেকে পদত্যাগ করেছেন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে নির্বাচন করছেন হাসিব আল ইসলাম। একই পদ থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব আবু সাইদ মনোনয়ন ফর্ম নিয়েছেন।
দীর্ঘদিন গণতান্ত্রিক ছাত্রসংগঠনের রাজনীতিতে জড়িত যুগ্ম সদস্যসচিব সরদার নাদিম মাহমুদ শুভ কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় স্বতন্ত্রভাবে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন।
গত ৯ আগস্ট গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব থেকে পদত্যাগ করেন আজিজুল হক। তিনি বর্তমানে হল ভিপি পদে নির্বাচন করছেন। একইপদে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান নির্বাচন করছেন।
বাগছাসের যুগ্ম আহ্বায়ক থেকে পদত্যাগ করে মুক্তসেন মোক্তার স্বতন্ত্র ভিপি পদে প্রার্থী হচ্ছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে। তিনিও ‘লেজুড়বৃত্তি এবং ভাই-ব্রাদার কোরাম করছে বাগছাস’ এমন অভিযোগ এনে পদত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সাব্বির উদ্দিন রিওন পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি জামালুদ্দিন ও মাহিন সরকারের আসনে নির্বাচন করবেন। দল থেকে পদত্যাগ করে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় সংসদে আলাদা নির্বাচন করছেন।
দলের বাইরে গিয়ে নির্বাচনের বিষয়ে তাহমিদ আল মোদ্দাসীর চৌধুরী বলেন, সাংগঠনিকভাবে এখানে পদ স্থগিতের একটি বিষয় থাকে। তবে আমাকে এখনো কিছু অবগত করা হয়নি। আমি এখনো মুখ্য সংগঠক হিসেবে আছি। গণতান্ত্রিক অধিকার চর্চার জায়গা থেকে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে দলের সদস্যদের বিরুদ্ধেই সদস্যরা নির্বাচন করার কারণ কী জানতে চাইলে দলের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, দলের মধ্যে গণতান্ত্রিক অধিকার চর্চায় রাখতে সবাইকে এই সুযোগ দেওয়া হয়েছে।
দলের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, এটি আমাদের দলের একটি কৌশল বলতে পারেন। আমাদের মধ্যে একধরনের বোঝাপড়ার মধ্য দিয়েই এটি হয়েছে।
এফএইচ/এমজে