ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

গুগলে ইন্টার্নশিপের দারুণ সুযোগ! 

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, অক্টোবর ১২, ২০২৫
গুগলে ইন্টার্নশিপের দারুণ সুযোগ!  ফটোটি গুগলের ফেসবুক থেকে নেওয়া।

বহু তরুণ-তরুণী বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন সংস্থা তথা টেক জায়েন্ট গুগলে চাকরি ও ইন্টার্নশিপ করার স্বপ্ন দেখেন। চাকরির সুযোগ না মিললেও এবার যুক্তরাষ্ট্রে গুগল সিকিউরিটি কনসালট্যান্ট ইন্টার্নশিপ-২০২৬ এ আবেদন শুরু হয়েছে।

 গুগলের এই পূর্ণকালীন ১২ সপ্তাহের ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করে সাইবার সিকিউরিটি সমাধান বাস্তবায়নে সরাসরি অভিজ্ঞতা পাবেন। এ ছাড়া গুগলের বৈচিত্র্যময় দল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনা নেওয়ার সুযোগও থাকবে। তাহলে চলুন জেনে নিই গুগলে ইন্টার্নশিপ করতে সুবিধা-যোগ্যতা সম্পর্কে:

* কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন সিকিউরিটিতে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত হতে হবে।

* পেশাদার সাইবার সিকিউরিটি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

* যুক্তরাষ্ট্রে বর্তমানে কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি থাকলে তা অগ্রাধিকারযোগ্য যোগ্যতা হিসেবে মূল্যায়িত হবে।

* বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সময়ের বাইরে পূর্ণকালীন ১২ সপ্তাহ ইন্টার্নশিপে অংশ নিতে সক্ষম হতে হবে।

* পড়াশোনার শেষ থেকে দ্বিতীয় বর্ষে থাকতে হবে বা ইন্টার্নশিপ শেষে আবার ডিগ্রিতে ফিরতে হবে।

* এসওসি অ্যানালাইসিস, ম্যালওয়্যার রিসার্চ, থ্রেট হান্টিং ইত্যাদি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

* উইন্ডোজ, লিনাক্স ও ওএস এক্সসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে দক্ষ হতে হবে।

গুগলে ইন্টার্নশিপ করলে যে সুবিধা:

* গুগল দেওয়া বেতনসহ ইন্টার্নশিপ।

* যুক্তরাষ্ট্রে কাজ করার অভিজ্ঞতা পাবেন। এ ছাড়া বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে–কলমে শেখার সুযোগ।

* বৈচিত্র্যময় দল, ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করার সুযোগ। ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য কার্যকর দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

* আগ্রহীরা বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।