ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রার্থিতার ঘোষণা। দীর্ঘদিন পর আয়োজিত এ নির্বাচনে নিজেদের অবস্থান জানান দিতে ১৮টি হলে মনোনীত প্রার্থী ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
হলে হলে ছাত্রদলের প্রার্থী তালিকা—
অমর একুশে হল— ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মো. আসাদুল হক আসাদ, সাধারণ সম্পাদক (জিএস) শাহনোমান জিওন এবং সহকারী সাধারণ সম্পাদক নূরুল আমিন তায়েব নির্বাচন করবেন।
রোকেয়া হল— ভিপি পদে মোছা. শ্রাবণী আক্তার, সাধারণ সম্পাদক আনিকা বিনতে আশরাফ এবং সহকারী সাধারণ সম্পাদক শ্রাবন্তী হাসান বন্যা প্রার্থী হয়েছেন।
ফজলুল হক মুসলিম হল— ভিপি পদে শেখ রমজান আলী রকি, সাধারণ সম্পাদক হারুন খান সোহেল এবং সহকারী সাধারণ সম্পাদক রাজু চৌধুরী।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল— সহ-সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নাহিদ এবং সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদ আবরার।
স্যার এ এফ রহমান হল— ভিপি পদে রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক কাওসার হামিদ এবং সহকারী সাধারণ সম্পাদক মো. মাহমুদুজ্জামান জ্যোতি।
সলিমুল্লাহ মুসলিম হল— সহ-সভাপতি মো. ইমন মিয়া, সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তাইমুন এবং সহকারী সাধারণ সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল— সহ-সভাপতি হাসিবুর রহমান আসিফ, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব এবং সহকারী সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
হাজী মুহম্মদ মুহসীন হল— সহ-সভাপতি মো. আবুজার গিফারী ইফাত, সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম আকন্দ এবং সহকারী সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ জিয়াম।
শেখ মুজিবুর রহমান হল— ভিপি পদে সাইফ আল ইসলাম দীপ, সাধারণ সম্পাদক রিনভী মোশাররফ এবং সহকারী সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আজীম।
বিজয় একাত্তর হল— ভিপি পদে মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. সাকিব বিশ্বাস এবং সহকারী সাধারণ সম্পাদক সুলতান মো. সাদমান সিদ্দীক।
মাস্টারদা সূর্যসেন হল— সহ-সভাপতি মনোয়ার হোসেন প্রান্ত, সাধারণ সম্পাদক লিয়ন মোল্যা এবং সহকারী সাধারণ সম্পাদক সামিউল আমিন গালিব।
কবি জসীমউদ্দীন হল— সহ-সভাপতি মো. আব্দুল ওহেদ, সাধারণ সম্পাদক সিফাত ইবনে আমিন এবং সহকারী সাধারণ সম্পাদক মোহতাসিম বিল্লাহ হিমেল।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল— সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন এবং সহকারী সাধারণ সম্পাদক রিজভী আলম।
জগন্নাথ হল— ভিপি পদে পল্লব চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক সত্যজিত দাস এবং সহকারী সাধারণ সম্পাদক প্রসেনজিত বিশ্বাস।
শামসুন নাহার হল— ভিপি পদে তায়েবা হাসান বিথি এবং সাধারণ সম্পাদক রাবেয়া খানম জেরিন।
শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল— ভিপি পদে সাদিয়া রশিদ এবং সাধারণ সম্পাদক মালিহা বিনতে খান।
কবি সুফিয়া কামাল হল— সভাপতি পদে তাসনিয়া জান্নাত চৌধুরী এবং সাধারণ সম্পাদক তাওহিদা সুলতানা।
বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল— ভিপি পদে শারমিন খান এবং সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস পুতুল নির্বাচন করবেন।
এর আগে ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খানকে সহসভাপতি (ভিপি), কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক (জিএস) ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় নেতারা।
ডাকসুতে ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও জুলাই গণ–অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে তাকে সমর্থন দিয়েছে ছাত্রদল। তন্বী এই পদে ডাকসুতে নির্বাচন করছেন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এফএইচ/এমজে