ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

কুবি উপাচার্য ও উপ-উপাচার্য করোনা আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, জানুয়ারি ২২, ২০২২
কুবি উপাচার্য ও উপ-উপাচার্য করোনা আক্রান্ত ড. এমরান কবির চৌধুরী ও ড. হুমায়ুন কবির চৌধুরী।

কুমিল্লা: করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য। তাদের মধ্যে উপ-উপাচার্য সপরিবারে আক্রান্ত।

শনিবার (২২ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার দফতরের এক কর্মকর্তা।

উপাচার্য দপ্তরের ওই কর্মকর্তা জানান, অধ্যাপক এমরান কবির চৌধুরীর করোনার নমুনা পজিটিভ এসেছে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। শারীরিক কোনো ত্রুটি নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে গত সপ্তাহে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী। তিনিও নিজ বাসায় আইসোলেশনে আছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।