ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

শিক্ষা

রাশিয়ায় প্রো রাইটিং স্কিলস প্রোগ্রামে যাচ্ছেন বাংলানিউজের সিফাত

নিউজ ডেস্ক    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, আগস্ট ১৪, ২০২৫
রাশিয়ায় প্রো রাইটিং স্কিলস প্রোগ্রামে যাচ্ছেন বাংলানিউজের সিফাত

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র নিউজরুম এডিটর সিফাত কবীর রাশিয়ায় আয়োজিত প্রেস্টিজিয়াস ‘স্পুটনিক প্রো রাইটিং স্কিলস’ প্রোগ্রামে অংশ নেবেন। এই প্রোগ্রাম ‘নিউ জেনারেশন’ উদ্যোগের অংশ।

রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর দ্য কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস অ্যাফেয়ার্স, প্রবাসী বাংলাদেশিদের সহায়তা এবং আন্তর্জাতিক মানবিক সহযোগিতা সংস্থা এই প্রোগ্রামের আয়োজক। এতে ২৮ দেশের ৩০ জনের বেশি প্রতিনিধি অংশ নেবেন। বাংলাদেশ থেকে যাচ্ছেন সিফাত কবীর।

স্পুটনিক প্রো রাইটিং স্কিলস প্রোগ্রাম চলাকালে তিনি বাংলাদেশের সাংবাদিকতা ও বাংলানিউজের কাজের ওপর বক্তৃতা দেবেন। এ ছাড়া তিনিসহ অন্য তরুণ পেশাজীবীরা সংবাদ মাধ্যমে পরিবর্তন, তথ্য যাচাই, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ভুয়া খবরের চ্যালেঞ্জ, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং সংবাদ ও বিশ্লেষণ তৈরির পদ্ধতি নিয়ে শীর্ষস্থানীয় মিডিয়া বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণও পাবেন।

স্পুটনিক বিশ্বের একটি বড় আন্তর্জাতিক সংবাদ সংস্থা, যা বহু দেশে দেশভিত্তিক এবং আঞ্চলিক সংবাদ পরিবেশন করে। এটি বিভিন্ন ভাষায় রেডিও সম্প্রচারও পরিচালনা করে এবং বিশ্বের শীর্ষ সংবাদ সংস্থাগুলোকে ২৪ ঘণ্টা তথ্য সরবরাহ করে।

স্পুটনিক প্রো রাইটিং স্কিলস প্রোগ্রাম সাংবাদিক, ছাত্র ও প্রেস কর্মকর্তাদের জন্য সেমিনার ও মাস্টারক্লাসের মাধ্যমে বিশ্বব্যাপী মিডিয়া সহযোগিতা ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে।

এমএসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।