ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন: মনোনয়ন নিলেন আরও ১৩ জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, আগস্ট ১৩, ২০২৫
ডাকসু নির্বাচন: মনোনয়ন নিলেন আরও ১৩ জন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ১৩ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে তিনজন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও বাকি ১০ জন অন্যান্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন।

 

বুধবার (১২ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।  

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) ডাকসু মনোনয়নপত্র গ্ৰহণ করেছেন সাতজন। যার মধ্যে ভিপি পদের প্রার্থী ছিলেন দুইজন। আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন, যার মধ্যে ভিপি পদে তিনজন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। সেইসঙ্গে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদের বিষয়ে ছাত্র সংগঠনগুলোর উত্থাপিত আপত্তি গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে এবং এক্ষেত্রে কমিশনের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। এ পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।

এফএইচ/ এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ