ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

শিক্ষা

‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সেলিব্রিটিদের ছবিতে জুতা নিক্ষেপ

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, আগস্ট ১৬, ২০২৫
‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সেলিব্রিটিদের ছবিতে জুতা নিক্ষেপ চলছে জুতা নিক্ষেপ কর্মসূচি। ছবি: বাংলানিউজ

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করেছে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শনিবার (১৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে এমন কর্মসূচি পালন করতে দেখা যায়।

এ সময় এসব সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিদের বয়কটের ডাক দেওয়া হয়।

বিক্ষুব্ধরা বলেন, শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর তার ফ্যাসিবাদ কায়েম করেছে। সারা বছর তার বাবার সুনাম বলে গেছে, মুজিববাদ কায়েম করে গেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে‌ও আমরা দেখছি কিছু কালচার ফ্যাসিস্টরা পুনরায় মুজিববাদ কায়েম করতে চাচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর আর কোনো মুজিববাদ কায়েম করতে চাইলে আমরা তীব্র প্রতিবাদ জানাবো। সব ধরনের কালচার ফ্যাসিস্টদের বয়কট করছি। কালচারাল ফ্যাসিস্টরা সাবধান হয়ে যাও।

এ তালিকায় রয়েছেন, গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ, ফারাবী হাফিজ, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, শাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার ও মেহের আফরোজ শাওন।

এফএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।