ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ, চলবে অনলাইনে 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, জানুয়ারি ২১, ২০২২
জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ, চলবে অনলাইনে 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): করোনা সংক্রমণ বাড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং সকল ক্লাস অনলাইনে চলবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

শুক্রবার (২১জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে তবে ক্লাস গুলো অনলাইনে চলবে। দু’সপ্তাহ পরে করোনা সংক্রমণ কিছুটা কমলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই সকলে সুস্থ থাকুক।

তিনি আরো বলেন, যেসকল বিভাগে পরীক্ষা বাকি আছে বিভাগের চেয়ারম্যান ও ডীনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।