ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবির গণিত বিভাগের প্রধান ড. মাহবুবুর রশিদ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, অক্টোবর ৭, ২০২১
শাবিপ্রবির গণিত বিভাগের প্রধান ড. মাহবুবুর রশিদ ড. মাহবুবুর রশিদ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. মাহবুবুর রশিদ। আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।

 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ড. মাহবুবুর রশিদ।  

অনুভূতি ব্যক্ত করে মাহবুবুর রশিদ বলেন, গণিত বিভাগকে একাডেমিক, গবেষণা, সাংস্কৃতিকসহ সার্বিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এছাড়া বিভাগের স্বর্ণালী অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

এদিকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. মাহবুবুর রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গণিত সমিতির নেতারা।

শুভেচ্ছা বিনিময়কালে বিভাগের সহকারী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তী, সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান, সহকারী অধ্যাপক অমিত কুমার চক্রবর্তী, গণিত সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য রায়হান, অর্ণব, বেলাল, এমরান, তারিকুল, আলামিন, ফারুক, বিধায়ক, সোহাদ, আকাশ, আজহার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।