ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

সিলেট বোর্ডে বাংলা দ্বিতীয়পত্রে অনুপস্থিত ২২৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, ফেব্রুয়ারি ৩, ২০১৯
সিলেট বোর্ডে বাংলা দ্বিতীয়পত্রে অনুপস্থিত ২২৬

সিলেট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) দ্বিতীয় দিনে বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্রে সিলেট বোর্ডে অনুপস্থিত ছিলেন ২২৬ শিক্ষার্থী।

রোববার (০৩ ফেব্রুয়ারি) পরীক্ষা শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্রে ৯০ হাজার ২৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮৯ হাজার ৭৯৭ জন। ২২৬ জন অনুপস্থিত থাকলেও কেউ বহিষ্কার হননি।

এবার সিলেট বোর্ডের অধীনে ৮৯৬টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৩ হাজার ১৫ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।