ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

শিক্ষা

শেকৃবিতে নবান্ন উৎসব

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, নভেম্বর ১৫, ২০১৭
শেকৃবিতে নবান্ন উৎসব জাতীয় কৃষি দিবস ও নবান্ন উৎসবের র‌্যালিতে কৃষক সাজে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘কৃষিই কৃষ্টি-কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কৃষি দিবস ও নবান্ন উৎসব পালিত হয়েছে। 

বুধবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র‌্যালি, পিঠা উৎসব, কৃষি বিষয়ক চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।  

উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি র‌্যালি বের হয়।

এতে শিক্ষার্থীরা কৃষক সেজে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। অগ্রহায়ণের শুরুতেই এপার ও ওপার বাংলাতে চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।