ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

শিক্ষা

হলে হলে শিক্ষার্থীদের দ্বারে ডাকসুর প্রার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, আগস্ট ২২, ২০২৫
হলে হলে শিক্ষার্থীদের দ্বারে ডাকসুর প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন ছাত্রদলের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের প্রার্থীরা হলে হলে শিক্ষার্থীদের কাছে যাওয়া শুরু করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) বিভিন্ন হলে তারা জুমার নামাজ পড়েন।

এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হলে জুমার নামাজ আদায় করেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। এসময় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক প্রার্থী মেহেদি হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

পরে শিক্ষার্থীদের সঙ্গে করমর্দনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন আবিদুল ইসলাম। তিনি এসময় বলেন, দলের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের প্রার্থী হওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।  

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে প্রচারিত গুজবের বিরুদ্ধে প্রতিবাদ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অতি দ্রুত এটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানান আবিদুল ইসলাম।

বিজয় একাত্তর হলে জুমার নামাজ আদায় করেন ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এসএম ফরহাদ। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।  

এছাড়াও এই হলে স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সরদার নাদিম মাহমুদ শুভসহ একাধিক পদপ্রত্যাশী নামাজ আদায় করেন। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নামাজ আদায় করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারসহ অনেকে। এরপর তারাও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।  

বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে নামাজ আদায় করেন স্বতন্ত্র জিএস প্রার্থী মাহিন সরকার। পরে তিনি সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসব প্রার্থী ছাড়াও একাধিক স্বতন্ত্র ও রাজনৈতিক প্যানেলের প্রার্থী নিজের এবং অন্যান্য হলে নামাজ পড়েন।  

এফএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।