ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসুতে আংশিক প্যানেল দিল ‘সম্মিলিত ছাত্র ঐক্য’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, আগস্ট ২৪, ২০২৫
ডাকসুতে আংশিক প্যানেল দিল ‘সম্মিলিত ছাত্র ঐক্য’ সংবাদ সম্মেলনে সম্মিলিত ছাত্র ঐক্যে’র প্যানেল ঘোষণা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিন সদস্যের আংশিক প্যানেল ঘোষণা করেছে ‘সম্মিলিত ছাত্র ঐক্য’।

রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাবির মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করা হয়।

‘সম্মিলিত ছাত্র ঐক্য’ থেকে ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হয়েছেন সংস্কৃত বিভাগের শিক্ষার্থী জান্নাতি বুলবুল, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী হয়েছেন আরবি সাহিত্য বিভাগের শিক্ষার্থী তালহা নেগাবান।

আপাতত তিন সদস্যের আংশিক প্যানেল ঘোষণা করা হলেও আগামী ২৬ আগস্ট মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর ‘সম্মিলিত ছাত্র ঐক্যে’র পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘ডাকসু ফর রিফর্ম-টুগেদার উই ক্যান’ স্লোগানে সাত দফা অঙ্গীকারও তুলে ধরেন ভিপি পদপ্রার্থী জান্নাতি বুলবুল।

অঙ্গীকারগুলো, ঢাবিকে সত্যিকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। সবার জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী আধিপত্য, লেজুড়বৃত্তি ও রাজনৈতিক দাপটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা। গেস্টরুম নির্যাতন, সন্ত্রাস, দলবাজি, চাঁদাবাজি মুক্ত বৈষম্যহীন ক্যাম্পাস গঠন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও ভাতা নিশ্চিত করা। প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে হলে বৈধ সিট বরাদ্দ নিশ্চিত করা। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা ও বরাদ্দ নিশ্চিত করা।

এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।