ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

শিক্ষা

এমআইই পাথওয়েজের প্রথম গ্র্যাজুয়েশন সেরিমনি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, আগস্ট ২৩, ২০২৫
এমআইই পাথওয়েজের প্রথম গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে অতিথিরা।

এনসিইউকে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার সম্পন্ন করছে ৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য উদযাপন করেছে এমআইই পাথওয়েজ।

 

শনিবার (২৩ আগস্ট) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথম গ্র্যাজুয়েশন সেরিমনির আয়োজন করে এমআইই পাথওয়েজ।

অনুষ্ঠানে জানানো হয়, এই আয়োজনে গ্র্যাজুয়েটদের নয় মাসের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অর্জনকে সম্মান জানানো হয়েছে। এই সাফল্যের মধ্য দিয়ে তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ৬৫টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইস্ট অ্যাংলিয়া ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর এবং ভাইস প্রেসিডেন্ট স্টিভ ম্যাকগুয়ার। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া, সিইও গোলাম মোর্তুজা, সিওও বেঞ্জামিন বিলভারস্টোন, সিসিও জহিরুল ইসলাম, প্রজেক্ট ডিরেক্টর নিল আপটন, এমআইই পাথওয়েজের কান্ট্রি ম্যানেজার এইচ এম শাহজালাল এবং এনসিইউকে ইউনিভার্সিটি পাথওয়েজের রিজিওনাল ম্যানেজার অ্যাড্রিয়ান টিং।

এমআইই পাথওয়েজের কান্ট্রি ম্যানেজার এইচ এম শাহজালাল বলেন, আজকের এই আয়োজন শুধুমাত্র একটি অ্যাকাডেমিক সাফল্য উদযাপনের অনুষ্ঠান নয়, বরং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী সুযোগ তৈরিতে এমআইই পাথওয়েজ এবং এনসিইউকের মধ্যে দৃঢ় সহযোগিতার প্রতিফলন।

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।