ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

শিক্ষা

ঢাবি সাংবাদিকতা শিক্ষার্থীদের বার্ষিক মিলনমেলা ২১ জানুয়ারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, জানুয়ারি ৮, ২০১৭
ঢাবি সাংবাদিকতা শিক্ষার্থীদের বার্ষিক মিলনমেলা ২১ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা আগামী ২১ জানুয়ারি আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও এই বার্ষিক সম্মিলনের উদ্যোগ নিয়েছে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

সাভার ডেইরি ফার্মের ১ নং পিকনিক স্পটে এই মিলনমেলার আয়োজন করা হয়েছে।  
 
অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত সচিব আবু আলম শহীদ খানের সভাপতিত্বে ৩ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত বৈঠকে এবারের মিলন মেলার তারিখ ও স্থান চূড়ান্ত করা হয়।

কমিটির সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজকদের পক্ষ থেকে অ্যালামনাই অ্যাসোসিযেশনের সকল সদস্য তথা সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ১৮ জানুয়ারি (বুধবার)’র মধ্যে রেজিস্টেশনের আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য অ্যালমনাই অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজের এই লিংকে যোগাযোগের জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময় ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।