ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষক ধর্মঘটের মধ্যেই নোবিপ্রবিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, জানুয়ারি ১৪, ২০১৬
শিক্ষক ধর্মঘটের মধ্যেই নোবিপ্রবিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

নোবিপ্রবি (নোয়াখালী): সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলনের মধ্যেই পূর্ব ঘোষিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, আগামী রোববার (১৭ জানুয়ারি) থেকে পূর্ব ঘোষিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে চলতি সপ্তাহের শিক্ষক ধর্মঘটে নোবিপ্রবিতে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিন বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের দাবির কথা বিবেচনায় রেখে আমরা শুধু পূর্ব ঘোষিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তবে শিক্ষকদের দাবি না মানলে ক্লাস ও নতুন পরীক্ষা বর্জন আগের মতই চলবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।