ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষকদের আন্দোলন

‘সবার জন্য সম্মানজনক সমাধানের পথ খোঁজা হচ্ছে’

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, জানুয়ারি ১৩, ২০১৬
‘সবার জন্য সম্মানজনক সমাধানের পথ খোঁজা হচ্ছে’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

আশুলিয়া (ঢাকা): অষ্টম জাতীয় বেতন স্কেল নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আন্দোলনের বিষয়টি জটিল পর্যায়ে চলে গেছে। সরকার ও শিক্ষক উভয় পক্ষের মধ্যে আন্তরিক আলোচনা চলছে।

সবার জন্য সম্মানজনক সমাধানের পথ খোঁজা হচ্ছে। কবে সমাধান হবে এর দিনক্ষণ নির্ধারণ করে বলা যাবে না। তবে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।  

বুধবার (১৩ জানুয়ারি)  দুপুরে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউর্নিভার্সিটির পঞ্চম সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে এক কথা বলেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী এসময় শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউর্নিভার্সিটির চেয়ারম্যান সবুর খাঁন,ভিসি প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা,  জানুয়ারি ১৩, ২০১৬
আরআই

** ‘দাবি মেনে নিলে আজই ক্লাসে যাবো’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।