ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নবীনবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, ডিসেম্বর ৭, ২০১৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।  
 
সোমবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
 
আইন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহসিন উদ্দীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ আইন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা।  
 
নবীনবরণ শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।