ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, ডিসেম্বর ২৬, ২০১৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার সোয়া চার লাখের বেশি ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবেন।



বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে একযোগে ১৬৭ কেন্দ্রে বেলা ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখায় মোট চার লাখ ২৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরীক্ষার্থীদের আসন বিন্যাস সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd/admission) পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ভুল আসন বিন্যাস, বিপাকে শিক্ষার্থীরা

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ