ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন

ফলাফল ঘোষণার পর যে যার মতো ক্লাস ও হলে ফিরলেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, সেপ্টেম্বর ১০, ২০২৫
ফলাফল ঘোষণার পর যে যার মতো ক্লাস ও হলে ফিরলেন নির্বাচিতরা ছবি: শাকিল আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা শেষে শিক্ষার্থীরা ফিরে গেছেন নিজ নিজ ক্লাস ও হলে। কয়েক সপ্তাহের টানটান উত্তেজনা শেষে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসুর ভিপি ও জিএস নির্বাচিতদের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর বিজয়ীরা সংবাদ সম্মেলনে আনন্দ-উল্লাস না করার ঘোষণা দিয়ে সব ধরনের নির্বাচনী কার্যক্রমের ইতি টানেন।

এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাস ও হলে ফিরে যান। গত এক মাসের বেশি সময় ধরে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মুখর হয়ে ওঠা ক্যাম্পাস যেন নিমিষেই তরুণ প্রাণের স্বাভাবিক ছন্দে ফিরে যায়।

তবে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল স্বপ্নের দীপ্তি, কণ্ঠে ছিল পরিবর্তনের প্রত্যয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে দাঁড়িয়ে এমন স্বপ্নের কথা বললেন অনেক শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তবে আমাদের স্বপ্ন হচ্ছে-দলীয় রাজনীতির বাইরে একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা। আমরা চাই, ছাত্ররাজনীতির নামে সিট দখল, ক্যান্টিন দখল কিংবা পড়াশোনার পরিবর্তে শুধু মিটিং-মিছিলের দিন যেন শেষ হয়। এখন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ হবে। রাজনীতির নামে আর কোনো বহিরাগত হলে থাকবে না। অনাবাসিক শিক্ষার্থীরা পরিবহন সমস্যায় পড়বে না। গবেষণামুখী, আন্তর্জাতিক মানের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত হবে।  

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাদের কাছে প্রত্যাশা থাকবে-সব ছাত্রের উপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক তৈরির কাজকে অগ্রাধিকার দেওয়া।

আরেক শিক্ষার্থী মো. আজাদ আল নাঈম বলেন, আমি চার বছর ধরে বিজ্ঞান অনুষদের ক্লাসে পড়ছি, কিন্তু গবেষণামূলক শিক্ষার খুব সামান্যই অভিজ্ঞতা হয়েছে। যখন আমি বিদেশে কোথাও আবেদন করব, তখন আমার সমপর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় আমি পিছিয়ে পড়ব-এটা বলে দেওয়ার প্রয়োজন নেই। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা দেখে আমরা নিজেরাই আমাদের অবস্থান বুঝতে পারি। আমরা চাই, এই শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক। নির্বাচিত প্রতিনিধিরা তাদের প্রতিশ্রুতিতে এই সমস্যাগুলো সমাধানের কথা বলেছেন।  

নাঈম বলেন, বিজয়ীরা যেন সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেন এবং শিক্ষার মানোন্নয়নে নেতৃত্ব দেন-এইটাই আমাদের প্রত্যাশা।  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ।

জেডএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।