ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাকসু: আচরণবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, অক্টোবর ১৫, ২০২৫
রাকসু: আচরণবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক ভোটার গাইডলাইনে এই বিশেষ সতর্কতা জারি করা হয়।

গাইডলাইনটিতে ভোট দেওয়ার নিয়ম, ভোটারের করণীয়, বর্জনীয়, সচেতনতা বার্তা এবং বিশেষ সতর্কতা উল্লেখ করা হয়েছে।

ভোট দেওয়ার নিয়ম
১. প্রত্যেক ভোটারকে শিক্ষার্থী পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
২. এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
৩. ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটার তালিকায় নাম, ভোটকেন্দ্র ও টেবিল নম্বর যাচাই করে নিতে হবে।
৪. ভোট প্রদানের আগে আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে।

ভোটারের করণীয়
১. শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে।
২. আইন-শৃঙ্খলা রক্ষা কমিটি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে।
৩. পছন্দের প্রার্থীর নামের পাশে থাকা চারকোনা ঘরে সরবরাহকৃত সাইনপেন দিয়ে ক্রস (×) চিহ্ন দিতে হবে।

ভোটারের বর্জনীয়
১. ভোট প্রদান শেষে ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে অবস্থান করা যাবে না।
২. ভোটকেন্দ্রে কোনো ধরনের প্রচার-প্রচারণা করা যাবে না।
৩. ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি বা ভীতি প্রদর্শন করা যাবে না।
৪. ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।

সচেতনতা বার্তা
ভোটার গাইডলাইনে বলা হয়েছে— মনে রাখবেন, আপনার ভোট আপনার অধিকার। দায়িত্বশীলভাবে ভোট দিয়ে রাকসু নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলুন।

১. ভিন্নমত ও প্রার্থীর প্রতি সহনশীলতা বজায় রাখুন।
২. সময়মতো এসে দায়িত্বশীলভাবে ভোট দিন।
৩. বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় সচেতন থাকুন।
৪. অন্যের ভোটের গোপনীয়তা ভঙ্গ করবেন না।

বিশেষ সতর্কতা
কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সকল দণ্ডে দণ্ডিত হবে।

এমইউএম/এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।