স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি এবং স্নাতক ভর্তিতে আসন সংখ্যা সীমিত করার প্রতিবাদে রাজধানীর মহাখালী-গুলশান সড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে মহাখালী-গুলশান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়ে ক্যাম্পাসে ফিরে যান।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দিন বলেন, শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবং ভর্তিতে আসন সীমিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন। পুলিশের অনুরোধে প্রায় এক ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে দেন।
এসসি/এমজে